ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে চিকিৎসক দম্পতি নিহত
ধারণা করা হচ্ছে, স্টোর রুমে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণহানি হয়েছে
ভারতের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে দুই চিকিৎসকসহ পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ২টার দিকে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার ব্যাংক মোড়ে হাজরা হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভি বলছে, নিহতদের মধ্যে হাসপাতালের মালিক ডা. বিকাশ হাজরা, তার স্ত্রী ডা. প্রেমা হাজরা, গৃহকর্মী সেবিকা তারা দেবী ও দুজন স্বজন। এ ঘটনায় কয়েকজন দগ্ধ হয়েছেন। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার রাতে হঠাৎ আগুন লেগে যায়। হাসপাতালের একটি অংশে দায়িত্বরত ছিলেন ডা. বিকাশ হাজরা দম্পতি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝাড়খণ্ড পুলিশ এবং দমকল বাহিনী কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।
ধানবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেমকুমার তিওয়ারি পিটিআইকে জানান, ধারণা করা হচ্ছে, স্টোর রুমে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণহানি হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।