ফেসবুক-টিকটকে শিশুর মানসিক সংকট, মামলা

অনলাইন ডেস্ক
2023-01-12 17:13:10
ফেসবুক-টিকটকে শিশুর মানসিক সংকট, মামলা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল পাবলিক স্কুল এ মামলা করেছে

শিশুর মানসিক সংকট তৈরির অভিযোগে ফেসবুক, টিকটকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে মামলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল পাবলিক স্কুল এ মামলা করেছে বলে খবর দিয়েছে অ্যানগেজেট।

মামলার অধীনে ফেসবুক টিকটক ছাড়াও রয়েছে ইনস্টাগ্রাম, ইউটিউব ও স্ন্যাপচ্যাট। মামলার অভিযোগে বলা হয়েছে, এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি শিশু-কিশোরদের মধ্যে উদ্বেগ ও বিষণ্ণতা বাড়িয়ে দিচ্ছে।

৯১ পৃষ্ঠার বিবরণীসহ মামলাটি করা হয় যুক্তরাষ্ট্রের জেলা আদালতে। মামলায় উল্লেখ করা হয় ক্ষতিকর কনটেন্ট দেখে শিশু-কিশোররা নিজেদের ক্ষতি করতে উদ্বুদ্ধ হচ্ছে।

সামাজিক মাধ্যমে আসক্তি ফলে দুই সপ্তাহ দৈনন্দিন কাজ না করার প্রবণতা ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে ৩০ শতাংশ বেড়েছে। দৈনন্দিন কাজ না করার মধ্যে রয়েছে স্কুলে অনুপস্থিত, ক্লাসে অমনোযোগী প্রভৃতি।

মামলার আরজিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিজেদের উন্নতির জন্য যেভাবে সেবা ডিজাইন করছে, প্ল্যাটফর্ম পরিচালনা করছে, তা মানসিকভাবে ব্যবহারকারীদের শোষণের শামিল। মামলার বিষয়ে মেটা ও গুগল কিশোর-কিশোরীদের জন্য তৈরি করা বিভিন্ন টুল যুক্ত করার কথা উল্লেখ করেছে।


আরও দেখুন: