স্বাস্থ্যসেবা সংকট সমাধানে ‘কার্যকর’ পদক্ষেপ নেবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক
সঙ্কট-বিধ্বস্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থা সংস্কারে ‘সাহসী এবং কার্যকর’ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। স্থানীয় সময় শনিবার স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের সাথে জরুরি বৈঠকে তিনি এ আহ্বান জানান। সূত্র : বিবিসি।
উল্লেখ্য, যুক্তরাজ্যে বছরের পর বছর কম অর্থায়নের পর, রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য পরিষেবা এনএইচএস বিশেষ করে তীব্র শীতকালে করোনভাইরাস এবং ফ্লুর উচ্চ হার সহ জরুরি চিকিৎসা সেবার চাহিদা মেটাতে লড়াই করছে।
হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স কর্মীরা ধর্মঘট শুরু করেছে। নার্সদের ক্ষেত্রে ১০০ বছরের মধ্যে অনেক সদস্য প্রথমবারের মতো জনসাধারণের সহানুভূতি অর্জন করেছে।
১০ শতাংশের উপরে মূল্যস্ফীতি প্রেক্ষিতে নার্সরা বেতন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
নিষ্কিৃয়তার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর, সুনাক শনিবার ডাউনিং স্ট্রিটে ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার ক্রিস উইটি এবং এনএইচএস ইংল্যান্ডের প্রধান নির্বাহী আমান্ডা প্রিচার্ডের সঙ্গে বৈঠক করেন।
সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন নেতাদের মধ্যে সোমবার আলোচনার আগে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে ডাউনিং স্ট্রিট জানায়, ‘মহামারী চলাকালীন আমাদেরকে সাহসিকতা এবং আমূল সংস্কার আনতে হয়েছিল।’
‘আমি মনে করি আমাদের এখন একই সাহসী এবং র্যাডিকাল পদ্ধতির প্রয়োজন।’
তিনি বলেন, ‘একসাথে আজ আমরা এমন জিনিসগুলো বের করতে পারি যা স্বল্প এবং মাঝারি মেয়াদে দেশ এবং প্রত্যেকের পরিবারের জন্য সবচেয়ে বড় সহায়ক হবে।’