তিন বছর পর কোয়ারেন্টাইন তুলল চীন

অনলাইন ডেস্ক
2023-01-08 14:08:52
তিন বছর পর কোয়ারেন্টাইন তুলল চীন

অবশ্য এশিয়ার দেশটিতে সম্প্রতি করোনার প্রকোপ বেড়েছে

অভ্যন্তরীণ বা বিদেশফেরতদের জন্য কোয়ারেন্টাইন বিধিনিষেধ তুলে নিয়েছে চীন। রবিবার (৮ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এর মাধ্যমে করোনা মহামারী শুরুর পর থেকে প্রায় তিন বছর ধরে চলা কোয়ারেন্টাইনের অবসান হলো। খবর এএফপির।

অবশ্য এশিয়ার দেশটিতে সম্প্রতি করোনার প্রকোপ বেড়েছে। গত ডিসেম্বরে নাটকীয়ভাবে জিরো কভিড নীতি থেকে সরে আসে বেইজিং। এরপর থেকে করোনাভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত নতুন নির্দেশনা অনুযায়ী, এখন কেউ করোনায় আক্রান্ত হলে তাকে সরকার নিয়ন্ত্রিত কেন্দ্রীয় কোয়ারেন্টাইন সেন্টারে যেতে হবে না। এর বদলে আক্রান্ত ব্যক্তি বাড়ি এবং পরিবারের কাছে থাকতে পারবেন এবং বাড়িতে বসেই করোনা পরীক্ষা করতে পারবেন।

আগে পাবলিক ভেন্যুগুলোতে বা বড় জমায়েতে যোগ দিতে বাধ্যতামূলক পিসিআর কভিড পরীক্ষা করতে হতো। এ নিয়মও তুলে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র হাসপাতাল এবং স্কুলে যেতে পিসিআর পরীক্ষা করতে হবে।

২০২০ সালের মার্চ থেকে চীনে পৌঁছানো সকল ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় সরকারি অবকাঠামোতে কোয়ারেন্টাইনে বাধ্য করা হতো। কোয়ারেন্টাইন বিধিনিষেধ তুলে নেওয়ার পর চীনের বাসিন্দারা জনপ্রিয় ভ্রমণ ওয়েবসাইটে হুমড়ি খেয়ে পড়েছেন।

কভিড পরীক্ষার প্রয়োজনীয়তা সত্ত্বেও ২৮ বছর বয়সী ঝাং কাই জানিয়েছেন, তিনি দক্ষিণ কোরিয়া বা জাপানে ভ্রমণের পরিকল্পনা করছেন। আমি খুশি, অবশেষে (আমি) যেতে পারছি, যোগ করেন ঝাং কাই।


আরও দেখুন: