পাকিস্তানে অর্থাভাবে বন্ধ হাসপাতাল

অনলাইন ডেস্ক
2023-01-07 16:56:21
পাকিস্তানে অর্থাভাবে বন্ধ হাসপাতাল

যন্ত্রপাতির অভাবে করাচির বড় একটি চক্ষু হাসপাতাল এক মাস ধরে চোখের কোনো অপারেশন করতে পারছে না

পাকিস্তানের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ আট বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বর্তমানে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৫৬০ কোটি মার্কিন ডলারে। এতে দেশটির পণ্য আমদানি হুমকিতে পড়েছে। খবর এএফপির।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে পাকিস্তানের রিজার্ভ কমে অর্ধেক হয়ে গেছে। এ অবস্থায় বিদেশি ঋণ পরিশোধ, ওষুধ, খাদ্য, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দায় শোধ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

করাচি বন্দরে হাজার হাজর পণ্যবাহী কনটেইনার আটকে আছে। কনটেইনারে আটকে থাকা এসব পণ্যের মধ্যে পচনশীল খাদ্যপণ্য ও কোটি ডলারের সমমূল্যের নানা ধরনের চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

পাকিস্তানের হেলথকেয়ার ডিভাইস অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ আহমেদ বলেন, যন্ত্রপাতির অভাবে করাচির বড় একটি চক্ষু হাসপাতাল এক মাস ধরে চোখের কোনো অপারেশন করতে পারছে না। বন্ধ রাখা হয়েছে।

এদিকে সংকট মোকাবিলায় জ্বালানি খরচ কমাতে নতুন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গত মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, দেশটির সব বিপণিবিতান রাত সাড়ে ৮টায় বন্ধ করতে হবে। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানের হলগুলো ফাঁকা করতে হবে রাত ১০টার মধ্যে।

এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারি দপ্তরগুলোকে বিদ্যুৎ খরচ ৩০ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

করাচিভিত্তিক অর্থনৈতিক গবেষণা সংস্থা টপলাইন সিকিউরিটিজের প্রধান মোহাম্মদ সোহেল বলেন, পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে দেশটি ঋণখেলাপি হয়ে যেতে পারে। আর সেটি হলে বৈদেশিক ঋণ পুনর্গঠন করতে হবে।


আরও দেখুন: