শ্বাসতন্ত্রের সংক্রমণে হাসপাতালে সোনিয়া গান্ধী

অনলাইন ডেস্ক
2023-01-05 13:56:59
শ্বাসতন্ত্রের সংক্রমণে হাসপাতালে সোনিয়া গান্ধী

৭৬ বছর বয়সী সোনিয়ার অবস্থা স্থিতিশীল

ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। রুটিন চেকআপের জন্য বুধবার তাকে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়।

সোনিয়া গান্ধী দীর্ঘদিন শাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। মঙ্গলবার হঠাৎ অসুস্থ বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যান তার মেয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

প্রিয়াঙ্কা গান্ধী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার মা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। এ জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৭৬ বছর বয়সী সোনিয়ার অবস্থা স্থিতিশীল বলে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মঙ্গলবার উত্তর প্রদেশে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ‌‘ভারত জোড়ো যাত্রা’য় সাত কিলোমিটার হাঁটার পর নয়াদিল্লি ফিরে আসেন। উত্তর প্রদেশের বাগপতের মাভিকালানে যাত্রাবিরতির পর বুধবার সকাল ৬টায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা আবার শুরু হয়। পরে মা অসুস্থ জানতে পেরে প্রিয়াঙ্কা ফিরে আসেন। রাহুল আবার যাত্রায় যোগ দেন।

গত বছরের ১২ জুন কভিড জটিলতার কারণে সোনিয়া গান্ধীকে নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সংক্রমণের পর থেকে নানা রকম স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করছেন তিনি।


আরও দেখুন: