করোনার প্রথম বিদেশি কোনো টিকা নিলো চীন

অনলাইন ডেস্ক
2022-12-22 13:53:31
করোনার প্রথম বিদেশি কোনো টিকা নিলো চীন

এর মাধ্যমে চীন প্রথম করোনা ভাইরাস প্রতিরোধী কোনো বিদেশি টিকা গ্রহণ করল

করোনা সংক্রমণে জর্জরিত চীনে নিজেদের তৈরি বায়োএনটেক টিকার প্রথম চালান পাঠিয়েছে জার্মানি। চীনে বসবাসরত দেশটির নাগরিকদের জন্য এ টিকা পাঠানো হয়েছে।

এর মাধ্যমে চীন প্রথম করোনা ভাইরাস প্রতিরোধী কোনো বিদেশি টিকা গ্রহণ করল। জার্মানির এক সরকারি মুখপাত্রের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে কখন এবং কী পরিমাণ টিকা পাঠানো হয়েছে, তা বিস্তারিত পাওয়া যায়নি। তবে জার্মানি তাদের নাগরিক ছাড়াও চীনে বসবাসরত আরও প্রায় ২ লাখ ইউরোপিয়ান অভিবাসীর জন্য টিকা পাঠাতে চায় বলে জানিয়েছে রয়টার্স।

অন্যান্য দেশের অভিবাসীরাও যদি জার্মান টিকা নিতে চায় তাহলে তাদের যেন সেই সুযোগ দেওয়া হয় এ ব্যাপারে জোর দেবে দেশটি।

গত মাসে বেইজিংয়ে আসেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। ওই সময় চীনের প্রেসিডেন্টের সঙ্গে চুক্তি করেন চীনে বসবাসরত জার্মানদের বায়োএনটেকের টিকা দেওয়া হবে। ওই চুক্তির অংশ হিসেবেই চীনে নিজেদের উৎপাদিত টিকা পাঠিয়েছে জার্মানি।

জার্মান সরকারের একটি সূত্র জানায়, চীনে বসবাসরত নিজ দেশের নাগরিকদের উদ্দেশ্যে একটি চিঠি ইস্যু করবেন তারা। সেখানে বলা হবে, ইউরোপীয় ইউনিয়নের অনুমোদনপ্রাপ্ত টিকা ১২ বছরের ওপর যে কেউ নিতে পারবে।

জার্মান সরকারের মুখপাত্র জানান, চীনের জার্মান কোম্পানি এবং দূতাবাসে টিকাগুলো পাঠানো হবে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের সঙ্গেও কথা চলছে। যেন তারা চাইলে তাদের নাগরিকরাও বায়োএনটেকের টিকা নিতে পারেন।

চীনে জার্মানির টিকা আনার অনুমতি দেওয়ার বদলে জার্মানিতে চীনের তৈরি সিনোভ্যাক নেওয়ার অনুমতি দিয়েছে জার্মান সরকার। জার্মানিতে বসবাসরত চীনা নাগরিকরা চাইলে সিনোভ্যাকের টিকাও নিতে পারবেন।


আরও দেখুন: