চীনে দ্রুত সংক্রমণ ছড়ানো করোনার সাব-ভ্যারিয়েন্ট ভারতে শনাক্ত

অনলাইন ডেস্ক
2022-12-21 21:57:53
চীনে দ্রুত সংক্রমণ ছড়ানো করোনার সাব-ভ্যারিয়েন্ট ভারতে শনাক্ত

চীনে দ্রুত সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী করোনা ওমিক্রনের বিএফ.৭ সাব-ভ্যারিয়েন্ট এবার শনাক্ত হলো ভারতে

চীনে দ্রুত সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী করোনা ওমিক্রনের বিএফ.৭ সাব-ভ্যারিয়েন্ট এবার শনাক্ত হলো ভারতে। দেশটির গুজরাট ও ওড়িষায় চার জনের দেহে এই নতুন সাব-ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে। সূত্র : এনডিটিভি অনলাইন। 

ইতোমধ্যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কোভিড পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সেইসাথে সংগৃহীত নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য কেন্দ্রের অনুমোদিত ‘ইনস্যাকোগ’ পরীক্ষাগারে পাঠাতে বলা হয়েছে। নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে জনগোষ্ঠীর মধ্যে কোভিডের নতুন কোনও প্রজাতি মিলছে কি না, তা জানা সম্ভব হবে। 

উল্লেখ্য, ভারতে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭ প্রথম শনাক্ত হয় অক্টোবর মাসে। গুজরাটের বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে ধরা পড়ে এটি। এর পর গুজরাটেই আরও এক আক্রান্তের সন্ধান পাওয়া যায়। এ ছাড়া, ওড়িষায় দু’জনের দেহে মেলে বিএফ.৭ সাব-ভ্যারিয়েন্ট। 

এনডিটিভি দেয়া তথ্যমতে, এই মুহূর্তে ভারতে করোনার কোনো বিধিনিষেধ বলবৎ নেই। এছাড়া মাস্কও বাধ্যতামূলক নয়।


আরও দেখুন: