ফিলিপাইনে কলেরায় ৬৭ জনের প্রাণহানী
কলেরার জীবাণুর আণুবীক্ষণিক চিত্র
চলতি বছরে ফিলিপাইনে কলেরায় আক্রান্ত হয়ে ৬৭ জন মারা গেছে। স্থানীয় সময় রোববার দেশটির স্বাস্থ্য বিভাগ (ডিওএইচ) এই তথ্য জানায়। সূত্র : চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।
ফিলিপাইন কর্তৃপক্ষের দাবি, আগের বছরের তুলনায় এবার কলেরায় আক্রান্তের সংখ্যা ২৮২ শতাংশ বেড়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত পাঁচ হাজার ৮৬০ জন কলেরা রোগী শনাক্ত করার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। ক্রমবর্ধমান সংক্রমণের জন্য প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করছেন কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মধ্য ফিলিপাইনের ইস্টার্ন ভিসায়াস অঞ্চলে সর্বোচ্চ ৩ হাজার ৬শ’র অধিক মানুষের কলেরা সংক্রমণ রেকর্ড করা হয়েছে। এছাড়া দক্ষিণ ফিলিপাইনের দাভাও অঞ্চলে ৮ শতাধিক এবং ম্যানিলার উত্তরে সেন্ট্রাল লুজন অঞ্চলে ৩ শতাধিক মানুষের কলেরায় আক্রান্তের খবর পাওয়া গেছে।
এ সব কারণে সারাদেশে নজরদারি বাড়িয়েছেন ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ।