করোনা আক্রান্ত হলেও ছুটি নেই চিকিৎসকদের

অনলাইন ডেস্ক
2022-12-15 10:12:22
করোনা আক্রান্ত হলেও ছুটি নেই চিকিৎসকদের

কোভিডনীতি শিথিলের পরপরই করোনা সংক্রমণ বাড়ছে চীনজুড়ে

কোভিডনীতি শিথিলের পরপরই করোনা সংক্রমণ বাড়ছে চীনজুড়ে। এই পরিস্থিতিতে হাসপাতালগুলোতে করোনা রোগীদের ভিড় বেড়েছে। চিকিৎসাকরাও  করোনায় আক্রান্ত হচ্ছেন। এরপরও ছুটি পাচ্ছেন না তারা। সরকারের নির্দেশ মাফিক কর্মস্থলে যেতে হচ্ছে তাদের। সূত্র : বিবিসি।    

নিজ দেশের কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে কর্মরত একজন চীনা অধ্যাপক। চেন শি নামের ওই অধ্যাপক কথা বলেছেন  আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সঙ্গে। সেখানে তিনি বলেন,  চীনের হাসপাতালের পরিচালক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলছেন। সেখানকার স্বাস্থ্যব্যবস্থা এখন ব্যাপক চাপে রয়েছে।

অধ্যাপক চেন শি বলেন, করোনা আক্রান্ত হয়েও স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে যেতে হচ্ছে। এতে হাসপাতালগুলোতে সংক্রমণ পরিবেশ তৈরি হয়েছে।

একের পর এক রোগী আসায় চীনের হাসপাতালগুলোতে জ্বরের ওয়ার্ডের ধারণক্ষমতা দ্রুত বাড়াতে হয়েছে। যে সংখ্যক শয্যা বাড়ানো হচ্ছে তা দ্রুত পূরণ হয়ে যাচ্ছে।

অধ্যাপক চেন বলেন, চীনা লোকেরা স্বল্প উপসর্গ নিয়েও বাড়িতে থাকেন না। তারা  অসুস্থ বোধ করলেই হাসপাতালে চলে যান। বর্তমানে অতিরিক্ত রোগীর ভীড়ে সেখানকার স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়তে পারে।

জ্বর-সর্দির ওষুধ কিনতে লোকজন ফার্মেসিতে ভিড় করছেন। এই ধরনের রোগে ব্যবহারের ওষুধের ঘাটতি দেখা দিচ্ছে। করোনা পরীক্ষার কিট পাওয়াও কষ্টকর হয়ে পড়েছে।

এদিকে, বেইজিংয়ে রেস্টুরেন্টগুলো ফের খোলার অনুমতি দেওয়া হলেও ক্রেতারা তেমন আসছে না। সড়কে শান্ত পরিস্থিতি বিরাজ করছে। 


আরও দেখুন: