রেকর্ড করোনা রোগী শনাক্তে বিপর্যস্ত চীন

অনলাইন ডেস্ক
2022-11-27 14:01:09
রেকর্ড করোনা রোগী শনাক্তে বিপর্যস্ত চীন

সাংহাইয়ে আন্দোলনকারীরা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের পদত্যাগ ও কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে স্লোগান দেন

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে আবারও হু হু করে বাড়ছে রোগী। দেশটিতে টানা চার দিন রেকর্ড সংখ্যক মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বার্তা রয়টার্সের।

রবিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এদিন ৩৯ হাজার ৭৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে উপসর্গ রয়েছে ৩ হাজার ৭০৯ জনের; উপসর্গহীন রোগী ৩৬ হাজার ৮২। এদিন একজনসহ এ পর্যন্ত চীনে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৩ জনে।

এর আগে শনিবার (২৬ নভেম্বর) ৩৫ হাজার ১৮৩ ও শুক্রবার (২৫ নভেম্বর) ৩৯ হাজার ৫০৬ জনের করোনা শনাক্ত হয়। ২৬ নভেম্বর পর্যন্ত চীনে উপসর্গসহ করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ৭ হাজার ৮০২ জন।

রাজধানী বেইজিংসহ অন্যান্য শহরে করোনা সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে সরকার। চংকিং এবং গুয়ানজুতে নতুন সংক্রমণ প্রত্যেক দিনই বাড়ছে। রাজধানী বেইজিংয়ে একদিন ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৬ ভাগ। শনিবার বেইজিংয়ে আক্রান্ত হয় ২ হাজার ৫৯৫ জন, রবিবার তা দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৭ জনে।

সংক্রমণ এড়াতে বিভিন্ন এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বন্ধ ঘোষণা করা হয়েছে পার্ক, বিপণিবিতান, জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে দেশটির জিনজিয়াং অঞ্চলে উরুমকি শহরের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হন। লকডাউনের কারণে আটকে পড়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করছেন অনেকে।

এ ঘটনার পর সাংহাইসহ বিভিন্ন শহরে কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন মানুষ। সাংহাইয়ে আন্দোলনকারীরা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের পদত্যাগ ও কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে স্লোগান দেন।

এ ছাড়া সাংহাইয়ে মোমবাতি প্রজ্বালন করে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণ করেন আন্দোলনকারীরা। তাদের স্মরণ করতে অনেক শিক্ষার্থী নিজেদের বিশ্ববিদ্যালয়েও জড়ো হন।


আরও দেখুন: