ভারতে হামের প্রাদুর্ভাবে ১২ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
2022-11-25 10:58:32
ভারতে হামের প্রাদুর্ভাবে ১২ শিশুর মৃত্যু

হাম

ভারতের মুম্বাই ও আশপাশের এলাকায় হামে আক্রান্ত ১২ শিশু মারা গেছে। প্রথমে হামে আক্রান্ত শিশু মারা যায় গত ২৬-২৭ অক্টোবর। তখন ৪৮ ঘণ্টার মধ্যে ৩ শিশু মারা যায়। সূত্র : বিবিসি। 

খবরে বলা হয়েছে, মুম্বাইয়ে গত বুধবার পর্যন্ত এক বছরে ২৩৩ জনের হাম শনাক্ত করা  হয়েছে। আগের বছরে শনাক্ত ছিল ৯২ জন এবং মারা যায় মাত্র ২ জন। 

কর্তৃপক্ষের দাবি, করোনা মহামারির কারণে হামের টিকাদান কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায়  সংক্রমণ বেড়ে গেছে।

মঙ্গলবার হামে সর্বশেষ ৮ মাস বয়সি এক শিশু মারা যায়। পৌর কর্তৃপক্ষের দাবি, মৃত শিশুটি ঠিকমত পূর্ণ ডোজ টিকা পায়নি। 

চিকিৎসা বিজ্ঞানীদের তথ্যমতে, কোভিডের চেয়েও হাম অধিক ছোঁয়াচে। এ রোগে ৫ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। দুই ডোজের মাম, হাম কিংবা রুবেলার টিকা দিয়ে এই রোগ প্রতিরোধ করা যেতে পারে।


আরও দেখুন: