করোনা মহামারী শুরুর পর চীনে সর্বোচ্চ রোগী শনাক্ত
বুধবার চীনে ৩১ হাজার ৪৪৪ রোগী শনাক্ত হয়। এতে দেশের বাইরে থেকে আসা রোগী ধরা হয়নি
চীনে বুধবার (২৩ নভেম্বর) রেকর্ড করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এটি প্রায় তিন বছর আগে দেশটিতে মহামারী শুরু হওয়ার পর সর্বোচ্চ। খবর রয়টার্সের।
বুধবার চীনে ৩১ হাজার ৪৪৪ রোগী শনাক্ত হয়। এতে দেশের বাইরে থেকে আসা রোগী ধরা হয়নি। শনাক্তদের ৩ হাজার ৯২৭ জনের উপসর্গ আছে। বাকি ২৭ হাজার ৫১৭ জনের উপসর্গ নেই বলে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
রোগী শনাক্তের এ সংখ্যা গত ১৩ এপ্রিলের রেকর্ড ভেঙে দিয়েছে। ওইদিন দেশটিতে রোগী শনাক্ত হয়েছিলেন ২৯ হাজার ৩১৭ জন। নতুন একজনের মৃত্যুতে চীনে করোনায় মৃতের মোট সংখ্যা ৫ হাজার ২৩২ জনে দাঁড়িয়েছে। আর দেশটির মূল ভূখণ্ডে ২ লাখ ৯৭ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হলো।
স্থানীয় প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, বেইজিংয়ে বুধবার স্থানীয়ভাবে সংক্রমিত ৫০৯ জনের উপসর্গ আছে। উপসর্গ নেই এমন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৩৯ জন। সাংহাইতে উপসর্গ আছে এমন নয় রোগী শনাক্ত হয়। উপসর্গ নেই এমন রোগী শনাক্ত হয়েছে ৫৮ জন।
নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ইতিমধ্যে বিস্তারিত নির্দেশনা দিয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের করোনা পরীক্ষা, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কী পদক্ষেপ নেওয়া হবে এবং আইসোলেশনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।