কাতারের স্টেডিয়ামে ধূমপান নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
2022-11-16 12:15:53
কাতারের স্টেডিয়ামে ধূমপান নিষিদ্ধ

কাতার ফিফা বিশ্বকাপ-২০২২

মদ ও বিয়ারের পর ধূমপানকেও কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে নিষিদ্ধ করলো স্পোর্ট ফর হেলথ পার্টনারশিপ। মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।স্পোর্ট ফর হেলথ পার্টনারশিপে যুক্ত রয়েছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়, সুপ্রীম কমিটি ফর ডেলিভারি এন্ড লিগ্যাসি, ফিফা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  

২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপকে সুস্থ্য ও নিরাপদ রাখতে , তামাক ও ই-সিগারেট ব্যবহার করে ধূমপানকে নিষিদ্ধ করা হয়েছে। এতে দর্শকরা যাতে ধোঁয়ামুক্ত পরিবেশে খেলা উপভোগ করতে পারবেন বলে যুক্তি কর্তৃপক্ষের। একই সাথে এই ঘোষণার ফলে তামাক স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সেই দিকটি বোঝানো হয়েছে। 

কাতারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রায়না বো হাকা এক প্রেস বিজ্ঞপ্তিতে  বলেন, তারা ফিফা ক্রীড়া ইভেন্টে তামাকমুক্ত নীতি ও তামাক নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নকে পূর্ণ সমর্থন করেন। 


আরও দেখুন: