মালাউইয়ে কলেরায় ২১৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
2022-11-10 14:55:47
মালাউইয়ে কলেরায় ২১৪ জনের মৃত্যু

দারিদ্র্যপীড়িত আফ্রিকার দেশটিতে চলতি বছরের মার্চ থেকে ৭ হাজার ৪৯৯ জন কলেরায় আক্রান্ত হয়েছেন

পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে কলেরার প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। এখন পর্যন্ত দেশটিতে ২১৪ জনের মৃত্যু হয়েছে। মালাউইয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার (৯ নভেম্বর) এ তথ্য জানায়। খবর এএফপির।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দারিদ্র্যপীড়িত আফ্রিকার দেশটিতে চলতি বছরের মার্চ থেকে ৭ হাজার ৪৯৯ জন কলেরায় আক্রান্ত হয়েছেন। রোগের ছড়িয়ে পড়াকে গত ১০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ আখ্যায়িত করেছে জাতিসংঘ।

মঙ্গলবার দেশটিতে নতুন করে ১৭৪ কলেরা রোগী শনাক্ত হয়। অক্টোবরের তৃতীয় সপ্তাহে দুই শতাধিক শনাক্ত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবার পরিচালক স্টর্ম কাবুলুজি বলেন, ‘এই মহামারী কার্যত সংক্রমণের ঢেউ তৈরি করেছিল এবং পরিসংখ্যানে দেখা যাচ্ছে, অক্টোবরে সংক্রমণ শীর্ষে ওঠার পর এখন তা কমছে। আমরা বেশ কয়েকটি প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার পর এখন এর অবসান নিশ্চিত করার জন্য কাজ করছি।’

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানায়, কলেরা সংক্রমণ প্রতিরোধে মালাউইকে ওরাল কলেরা ভ্যাকসিনের ২৯ লাখ ডোজ দেওয়া হয়েছে। মূলত টিকাদান অভিযানকে এগিয়ে নিতে দেশটিকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এএফপি বলছে, বিশ্বে প্রতি বছর ১০ লাখ ৩০ থেকে ৪০ লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয়। এছাড়া বিশ্বব্যাপী এই রোগে প্রতি বছর ১ লাখ ৪৩ হাজার পর্যন্ত মানুষের মৃত্যু হয়ে থাকে।


আরও দেখুন: