মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ১১

অনলাইন ডেস্ক
2022-11-10 14:16:45
মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ১১

নিহতদের মধ্যে এক বাংলাদেশি ও ৯ ভারতীয় রয়েছেন

মালদ্বীপের রাজধানী মালেতে একটি বাড়িতে আগুন লেগে এক বাংলাদেশিসহ ১১ বিদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের (১০ নভেম্বর) অগ্নিকাণ্ডে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দমকল বাহিনী। খবর এএফপির।

যেখানে আগুন লেগেছে, সেটি মালের ঘনবসতি এলাকা মাফান্নু। স্থানীয় প্রশাসন জানায়, আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিচতলার গাড়ি মেরামতের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, তারা ১১ জনের মরদেহ পেয়েছেন। আগুনে নেভাতে প্রায় ৪ ঘণ্টা সময় লেগেছে। নিহতদের মধ্যে এক বাংলাদেশি ও ৯ ভারতীয় রয়েছেন বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা।

মালদ্বীপে দক্ষ লোকদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য কাজ করছে মালদ্বীপ পুলিশ। এ ঘটনার পর মালদ্বীপের রাজনৈতিক দলগুলো বিদেশি কর্মীদের বসবাসের অবস্থা সম্পর্কে সরকারের সমালোচনা করেছে।

মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, এ পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৯ জন।

মাত্র দুই মাস আগেই এই গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তার আগে আরও একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।


আরও দেখুন: