চীনে ফের বাড়ছে করোনা, ঘরবন্দি লাখো মানুষ

অনলাইন ডেস্ক
2022-11-01 13:58:00
চীনে ফের বাড়ছে করোনা, ঘরবন্দি লাখো মানুষ

সাংহাইয়ে ১০ জনের করোনা শনাক্তের পর লকডাউন এবং ডিজিনি পার্ক বন্ধ করে দেওয়া হয়

চীনে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। আসন্ন শীত মৌসুম ঘিরে সংক্রমণ বৃদ্ধির কারণে বিভিন্ন প্রদেশ ও শহরে আংশিক লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। এতে লাখ লাখ মানুষ ঘরবন্দি হয়ে পড়ায়, তারা প্রতিবাদ জানাচ্ছেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, করোনার উৎসভূমি চীনে টানা দ্বিতীয় দিন ২ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। রবিবার ২ হাজার শনাক্তের পর সোমবার তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৮৯৮ জনে। ফলে দেশটির সরকারের জিরো কভিড নীতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

গুয়ানডং প্রদেশে গত সপ্তাহে সংক্রমণ দেখা দেয়। এরপর বেশ কিছু জেলায় বিধিনিষেধ আরোপ করে কর্তৃপক্ষ। এর মধ্যে লকডেউনের কারণে হাইজু শহরের ১৮ লাখ বাসিন্দা ঘরবন্দি হয়ে পড়েছেন। এর মধ্যে ১০ শতাংশ জনগণ সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন।

আগের সপ্তাহে যেখোনে গুয়ানজোহোতে ৪০২ জন আক্রান্ত হয়েছিলেন, সেখানে গত সপ্তাহে (২৪ থেকে ৩০ অক্টোবর) নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১১০ জন। এরপরই কর্তৃপক্ষ লকডাউন জারি করে।

এ ছাড়া সোমবার সাংহাইয়ের ডিজনি রিসোর্ট কর্তৃপক্ষ করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। পর্যটকদের কাছে বহুল আকর্ষণীয় এই থিম পার্কটি আকস্মিকভাবে বন্ধ করে দেওয়ায় ভেতরে অবস্থান করা দর্শনার্থীরা আটকা পড়েন।

করোনা নেগেটিভ টেস্ট ছাড়া তাদের পার্কের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে বিবিসি। গত শনিবার সাংহাইয়ে স্থানীয়ভাবে ১০ জনের করোনা শনাক্তের পর লকডাউন জারি করা হয় এবং সোমবার পার্কটি বন্ধ করে দেওয়া হয়। আটকে পড়াদের বলা হয়েছে, কভিড পরীক্ষার নেতিবাচক রিপোর্ট না দেখানো পর্যন্ত তাদের থিম পার্কের বাইরে যেতে দেওয়া হবে না।

চীনা সোশ্যাল মিডিয়া সাইট উইবোতে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, লকডাউন ঘোষণার পর পার্ক থেকে বের হওয়ার জন্য দর্শনার্থীরা গেটের দিকে ছুটে আসছেন। কিন্তু গেট আগেই বন্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত তারা নিজেদের সেখানে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।

চীনা সোশ্যাল মিডিয়া সাইট উইচ্যাটে দেওয়া এক পোস্টে সাংহাই সরকার বলেছে, পার্কটিতে নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ভেতরে যারা আটকা পড়েছেন তারা করোনার পরীক্ষার নেতিবাচক ফল পেলেই কেবল চলে যেতে পারবেন।

বিবিসি বলছে, বন্ধ হয়ে যাওয়া পার্কটি কবে চালু হবে তার কোনো তারিখ দেওয়া হয়নি। তবে সাংহাই ডিজনি বলেছে, আগাম কেনা টিকিট ছয় মাসের জন্য বৈধ এবং কেউ টিকিট ফেরত দিয়ে অর্থ ফিরিয়ে নিতে চাইলে তা দেওয়া হবে।

গত নভেম্বরে ডিজনি পার্কে কন্টাক্ট ট্রেসিংয়ের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রত্যেককে পরীক্ষা করার নির্দেশ দেওয়ার পর ৩০ হাজার লোক ভেতরে আটকা পড়েছিল।


আরও দেখুন: