দিল্লির বাতাস ‘গুরুতর’ দূষিত

অনলাইন ডেস্ক
2022-10-29 20:47:17
দিল্লির বাতাস ‘গুরুতর’ দূষিত

দিল্লিতে তীব্র বায়ু দূষণ

ফের বায়ুদূষণ তীব্র আকার ধারণ করেছে ভারতের রাজধানী দিল্লিতে। বাতাসের গুণাগুণ সংক্রান্ত আন্তর্জাতিক সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বিশ্লেষণে শনিবার এমন তথ্য পাওয়া গেছে। 

জাতিসংঘের অন্যতম অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচআই) তত্ত্বাবধানে পরিচালিত এই সূচক অনুযায়ী, কোন শহরের বাতাসের গুণাগুণ যদি ০ থেকে ৫০ পয়েন্টের মধ্যে থাকে তাহলে তা ‘ভালো’। ৫১ থেকে ১০০’র মধ্যে থাকলে ‘সন্তোষজনক’। ১০১ থেকে ২০০ পয়েন্টের মধ্যে থাকলে ‘সহনীয়’। ২০১ থেকে ৩০০’র মধ্যে থাকলে ‘খারাপ’। ৩০১ থেকে ৪০০’র মধ্যে থাকলে ‘খুব খারাপ’। আর ৪০১ থেকে ৫০০’র মধ্যে থাকলে ‘গুরুতর’।

একিউআই সূচকের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১ টার দিকে রাজধানী নয়াদিল্লির বিভিন্ন এলাকার বাতাসের গুণাগুণ ছিল ৪০০ থেকে ৪০১ পয়েন্ট। এছাড়া দিল্লির অন্তর্ভূক্ত বা সংলগ্ন বিভিন্ন জেলা শহরের বাতাসের গুণাগুণও প্রায় একই রকম।

সূচকের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে বাতাসের গুণাগুণের বিচারে দিল্লির সংলগ্ন ফরিদাবাদের পয়েন্ট ছিল ৩৯৬, বৃহত্তর নয়ডার ৩৯৫, নয়ডার ৩৯০ এবং গাজিয়াবাদের পয়েন্ট ছিল ৩৮০।


আরও দেখুন: