এবার মুখে খাওয়ার করোনা টিকার বুস্টার ডোজ দিচ্ছে চীন

অনলাইন ডেস্ক
2022-10-27 10:48:27
এবার মুখে খাওয়ার করোনা টিকার বুস্টার ডোজ দিচ্ছে চীন

মুখে খাওয়ার করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি চালু করেছে চীন

আর ইনজেকশন নয়, এবার মুখে খাওয়ার করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি চালু করেছে চীন। বুধবার (২৬ অক্টোবর) নতুন এ কর্মসূচি শুরু হয়েছে দেশটির বাণিজ্য নগরী শাংহাইতে।  মুখে টিকা খাওয়ার ছবি ও ভিডিও প্রচার করেছে চীনের সরকারি সংবাদ মাধ্যম।

উন্নয়নশীল দেশগুলোতে দ্রুত টিকা দেওয়ার ক্ষেত্রে এ পদ্ধতি কার্যকরী হবে বলে মনে করছে বেইজিং। এই পদ্ধতিতে এক ব্যক্তিকে টিকা দিতে সর্বোচ্চ ২০ সেকেন্ড সময় লাগে। ফলে দ্রুত টিকা দেওয়া সম্ভব।

যারা ইতোপূর্বে ইনজেকশনের মাধ্যমে করোনার দুটি টিকা নিয়েছেন, প্রথম পর্যায়ে তাদেরকে ‘বুস্টার ডোজ’ হিসেবে বিনামূল্যে মুখে খাওয়ার টিকা দেওয়া হচ্ছে। পরবর্তীতে প্রাথমিক পর্যায়ের টিকাও এই পদ্ধতিতে দেয়া হবে বলে জানিয়েছে বেইজিং।  

করোনার সংক্রমণ রোধে বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচি চলছে গত দেড় বছরেরও বেশি সময় ধরে। কিন্তু এখনও পৃথিবীর বড় অংশের মানুষের টিকাদান বাকি রয়েছে। চিকিৎসক ও বিজ্ঞানীরা চাইছেন, আরও দ্রুত টিকাদান করতে। এজন্য সিরিঞ্জের মাধ্যমে প্রথাগত টিকাদান পদ্ধতির পাশাপাশি বিভিন্ন দেশে ইতোমধ্যেই নাকে স্প্রের মাধ্যমে নেওয়া টিকার ব্যবহার শুরু হয়েছে। মুখে খাওয়ার টিকা চালুর মাধ্যমে সেই পথে আরও এক ধাপ এগিয়ে গেল চীন।


আরও দেখুন: