করোনায় আরও দেড় হাজার মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৩২ হাজারের বেশি
অনলাইন ডেস্ক
2022-09-17 09:58:05
করোনা ভাইরাসের আণুবীক্ষণিক চিত্র
প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস সংক্রমণে বিশ্বব্যাপী গত একদিনে আরও ১ হাজার ৫২০ জন মারা গেছেন। এ সময় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪ লাখ ৩২ হাজার ৬৫৫ জন।
করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য পাওয়া গেছে।
বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৬৪ লাখ ৩৬ হাজার ৩৮৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ২৮ হাজার ৫৮৮ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রাণঘাতী ভাইরাসটি অতিদ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।