ম্যালেরিয়ার টিকা বাজারে আসবে আগামী বছর

অনলাইন ডেস্ক
2022-09-09 13:07:56
ম্যালেরিয়ার টিকা বাজারে আসবে আগামী বছর

ম্যালেরিয়ার টিকা

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত ম্যালেরিয়ার টিকা বাজারে আসতে যাচ্ছে আগামী বছর নাগাদ। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে এ আশার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকরা। প্রাণঘাতী ম্যালেরিয়ার বিরুদ্ধে উদ্ভাবিত টিকাটি ৮০ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম বলে জানিয়েছেন তারা। 

গবেষকরা আরও জানান, এটি দামে সস্তা হবে। ইতোমধ্যে বছরে ১০ কোটির বেশি টিকা উৎপাদনের একটি চুক্তিও তাদের হাতে রয়েছে।

টিকা আসার খবর জানার পর দাতব্য সংস্থা 'ম্যালেরিয়া নো মোর' বলেছে, এই উদ্ভাবনের অর্থ দাঁড়াচ্ছে ম্যালেরিয়া 'আমাদের জীবদ্দশাতেই বিদায় নিতে পারে।

গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বে প্রথমবারের মতো একটি ম্যালেরিয়া টিকা অনুমোদন দেয়। আফ্রিকায় ব্যবহারের জন্য টিকাটি তৈরি করছে ফার্মাসিটিউকেল জায়ান্ট জিএসকে।

তবে, অক্সফোর্ডের গবেষকদের দাবি, তাদের টিকার পন্থা আরো বেশি কার্যকর এবং আরো বড় পরিসরে এর উৎপাদন করা সম্ভব।

মশার মাধ্যমে ছড়ানো অত্যন্ত জটিল ও কৌশলী ম্যালেরিয়া জীবাণুর বিরুদ্ধে কার্যকর টিকা তৈরিতে এক শতকেরও বেশি সময় লেগেছে। এটি ক্রমাগত শরীরের ভেতরে রূপ বদলায় বলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মত টিকা তৈরি কঠিন।

সূত্র: বিবিসি


আরও দেখুন: