বমি করার লোক নিয়োগ দেবে ক্লিনিক
বমি
নির্দেশমাফিক যখন তখন বমি করতে পারবেন- এমন অদ্ভুত যোগ্যতার লোক চেয়ে বিজ্ঞাপন দিয়েছে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের ‘দ্য কিন্ট ক্লিনিক’ নামের একটি মানসিক চিকিৎসা কেন্দ্র। অভিনব এই চাকরির বিজ্ঞাপন প্রকাশের পর আবেদন পৌছেছে প্রায় শ’ খানেক। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম নেদারল্যান্ডস টাইমসের এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট।
প্রকাশিত খবরে বলা হয়েছে, উদ্বেগ, দুশ্চিন্তা ও বিভিন্ন ধরনের মানসিক সমস্যার চিকিৎসা দেওয়া হয় ক্লিনিকটিতে। বিভিন্ন ধরনের ভয় ও মানসিক সমস্যার চিকিৎসা চলাকালীন রোগীদের বমি করার প্রবণতা কেমন থাকে, তা যাচাই করে দেখতেই একজন কর্মী দরকার সেখানকার গবেষকদের।
সম্প্রতি একই পদের একজন কর্মচারী চাকরি ছেড়ে দেয়ায় নতুন করে কর্মী খুঁজতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। তবে চাকরিতে বেতন কত হবে- সেবিষয়ে কিছু জানায়নি ‘দ্য কিন্ট ক্লিনিক’ নামের সেই চিকিৎসা কেন্দ্রটি।
সূত্র: নিউইয়র্ক পোস্ট।