বিশ্বে করোনা শনাক্ত ও মৃত্যু কমেছে

অনলাইন ডেস্ক
2022-09-05 13:00:14
বিশ্বে করোনা শনাক্ত ও মৃত্যু কমেছে

করোনা ভাইরাস

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারিতে দৈনিক মৃত্যু কমেছে। একইসঙ্গে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে। 

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮৩ জন। যা আগের দিনের তুলনায় কমেছে আড়াই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৩ হাজার ৪৫৩ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৬২৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে ৭০ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ১ লাখ ৮১ হাজার ৬১১ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে এক লাখের বেশি মানুষ। আর মারা যায় ২৫৫ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে মারা গেছেন ৫৬ জন।


আরও দেখুন: