আহত ইউক্রেনীয় সেনারা চিকিৎসা পাবেন যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক
2022-07-27 15:12:58
আহত ইউক্রেনীয় সেনারা চিকিৎসা পাবেন যুক্তরাষ্ট্রে

এখন পর্যন্ত সেখানে কোনো ইউক্রেনীয় সেনার চিকিৎসা করা হয়নি

জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক হাসপাতালে চিকিৎসা পাবেন আহত ইউক্রেনীয় সেনারা। গত জুনের শেষের দিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ-সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন করে।

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের ওই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত সেখানে কোনো ইউক্রেনীয় সেনার চিকিৎসা করা হয়নি। আর তাদের ইউক্রেন থেকে নিয়ে আসতে যুক্তরাষ্ট্রের সেনারা দেশটিতে যাবে না। তবে প্রয়োজন হলে তাদের জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক হাসপাতাল ল্যান্ডস্টুহল রিজিওনাল মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হবে।

এদিকে, ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সামরিক মহড়া বাতিল করা হয়েছে। এই মহড়াকে ইউরোপে রাশিয়ার আক্রমণ ঠেকাতে ‘অপরিহার্য’ উল্লেখ করা হয়েছিল।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর পাঁচ মাস পার হলেও যুদ্ধের কোনো ভাগ্য নির্ধারিত হয়নি। রাশিয়া ইউক্রেনের কিছু অংশ দখলে নিলেও সেসব এলাকায় প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে।


আরও দেখুন: