বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা

অনলাইন ডেস্ক
2022-07-26 14:56:15
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা

বাংলাদেশের পাশাপাশি এদিন নতুন করে পাঁচটি দেশকে এই ক্যাটাগরিতে যুক্ত করে সতর্কতা জারি করে সংস্থাটি

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে আবারও সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২৫ জুরাই) দেশটির রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাবিষয়ক প্রধান সরকারি সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ভ্রমণের গন্তব্য হিসেবে বাংলাদেশকে ‘উচ্চ ঝূকিপূর্ণ’ তালিকায় যুক্ত করে। খবর সিএনএন।

বাংলাদেশের পাশাপাশি এদিন নতুন করে পাঁচটি দেশকে এই ক্যাটাগরিতে যুক্ত করে সতর্কতা জারি করে সংস্থাটি। এগুলো হলো, বাংলাদেশ, বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর ও হন্ডুরাস।

২৮ দিনে প্রতি লাখ বাসিন্দার মধ্যে ১০০ জনের বেশি করোনা শনাক্ত হলে, এই ক্যাটাগরিতে (লেভেল ৩) যুক্ত করে সিডিসি।

বাংলাদেশ ছাড়াও ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য, ব্রাজিল, কানাডা, কোস্টারিকা, মালয়েশিয়া, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও তুরস্ককে আগেই এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

২০২১ সালের এপ্রিলে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে নাগরিকদের বাংলাদেশ সফরে সতর্কতা দিয়েছিল যুক্তরাষ্ট্র।


আরও দেখুন: