পর্তুগালে দাবদাহে সহস্রাধিক মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক
2022-07-20 14:17:13
পর্তুগালে দাবদাহে সহস্রাধিক মানুষের মৃত্যু

স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান গ্রাসা ফ্রেইটাস বলছেন, গত ১৮ জুলাই পর্যন্ত পর্তুগালে তাপপ্রবাহে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জনে

ভয়াবহ তাপপ্রবাহের কবলে বিপর্যস্ত পর্তুগাল। চলমান এই দাবদাহে গত দুই সপ্তাহে ইউরোপের দেশটিতে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। খবর রয়টার্সের।

পরিস্থিতি বিবেচনায় পর্তুগালের স্বাস্থ্য প্রধান সতর্ক করে বলেছেন, তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আমাদের প্রস্তুত হতে হবে।

অবশ্য শুধু পর্তুগাল নয়, গোটা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ চলছে। ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, ক্রোয়েশিয়ায়ও মানুষ গরমে হাঁসফাঁস করছেন।

পর্তুগালের স্বাস্থ্য কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব হেলথের (ডিজিএস) প্রধান গ্রাসা ফ্রেইটাস বলেন, পর্তুগাল বিশ্বের এমন অঞ্চলগুলোর মধ্যে, যা প্রচণ্ড গরমে প্রভাবিত হতে পারে। এই সময়ের জন্য আমাদের বেশি করে প্রস্তুতি নিতে হবে।

রয়টার্স বলছে, পর্তুগালে গত সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। গত কয়েকদিনে তাপমাত্রা কিছুটা কমলেও তা স্বাভাবিক মাত্রার বেশ ওপরে রয়েছে।

ভয়াবহ তাপপ্রবাহের কারণে পর্তুগালে গত ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত ২৩৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল ডিজিএস। স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান গ্রাসা ফ্রেইটাস বলছেন, গত ১৮ জুলাই পর্যন্ত পর্তুগালে তাপপ্রবাহে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জনে।

পর্তুগালের লিসবন ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের গবেষক কার্লোস আন্টুনেস বলেছেন, তীব্র তাপপ্রবাহের কারণে মৃত্যুর ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছে বয়স্ক মানুষ।


আরও দেখুন: