বিশ্বজুড়ে বাড়ছে শনাক্ত ও মৃত্যু

অনলাইন ডেস্ক
2022-07-06 14:24:56
বিশ্বজুড়ে বাড়ছে শনাক্ত ও মৃত্যু

বিশ্বে মঙ্গলবার ১ হাজার ৪০২ জনের মৃত্যু ও নতুন ৯ লাখ ১২ হাজার ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে

বিশ্বজুড়ে আবারও করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দুদিন আগেও দৈনিক মৃত্যু ৯০০-এর কিছু বেশি ছিল। তবে মঙ্গলবার (৫ জুলাই) ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন। গত রবিবার সাড়ে ৫ লাখের কম করোনা শনাক্ত ছিল, মঙ্গলবার তা ৯ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, মঙ্গলবার করোনায় ১ হাজার ৪০২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ৯ লাখ ১২ হাজার ৩৮৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। গত রবিবার বিশ্বে ৫ লাখ ৪০ হাজার ৪৮৮ জনের করোনা শনাক্ত ও মৃত্যু হয়েছিল ৯১৩ জনের।

সবচেয়ে বেশি করোনা শনাক্ত হচ্ছে ইউরোপে। বিশ্বের মধ্যে সর্বোচ্চ ২ লাখ ৬ হাজার ৫৫৪ জনের করোনা শনাক্ত হয় ফ্রান্সে। এরপর রয়েছে ইতালি ও জার্মানিতে যথাক্রমে ১ লাখ ৩২ হাজার ২৭৪ ও ১ লাখ ৩০ হাজার ৭২৮ জনের।

এ ছাড়া ব্রাজিলে ৭৪ হাজার ৫২৮, যুক্তরাষ্ট্রে ৪৫ হাজার ৬৮৫, অস্ট্রেলিয়ায় ৩৬ হাজার ৫৬০, তাইওয়ানে ৩৬ হাজার ১৫, গ্রিসে ২৫ হাজার ৮৭৫, জাপানে ২০ হাজার ৭৭৪, দক্ষিণ কোরিয়ায় ১৮ হাজার ১৩৩, স্পেনে ১৭ হাজার ৯৫৩ ও ভারতে ১৫ হাজার ২১ জনের করোনা শনাক্ত হয়।

করোনায় মৃত্যুর দিক থেকে সবার ওপরে ব্রাজিল, মঙ্গলবার ৩৯৩ জনের মৃত্যু হয়। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্রে ১৪৪, জার্মানিতে ১২২, তাইওয়ানে ১০৩, ইতালিতে ৯৪, ফ্রান্সে ৭৫, রাশিয়ায় ৪৮, অস্ট্রেলিয়ায় ৪৬, স্পেনে ৩৭, দক্ষিণ কোরিয়ায় ৩২, দক্ষিণ আফ্রিকায় ৩২ ও ভারতে ২৮ জন।

একই সময়ে বাংলাদেশে করোনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৯৮ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭৪।

করোনা মহামারীর প্রায় আড়াই বছর পার হতে চলেছে। মাঝে প্রায় তিন মাস সংক্রমণ কমে এলেও আবার বাড়তে শুরু করেছে। জুনের শুরু থেকেই বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বাড়ছে।


আরও দেখুন: