একিউট এন্টেরিক রোগে কাবু উত্তর কোরিয়ায়
সিডিসি বলছে, জীবাণু থেকে একিউট এন্টেরিক রোগ ছড়ায়
উত্তর কোরিয়ায় করোনা মহামারীর পাশাপাশি অন্ত্রের অজ্ঞাত আরেকটি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে দেশটির ভঙ্গুর স্বাস্থ্য খাত আরও চাপে পড়বে বলে জানিয়েছে রয়টার্স।
রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, ‘একিউট এন্টেরিক’ আক্রান্ত ব্যক্তিদের যত দ্রুত সম্ভব সারিয়ে তুলতে চিকিৎসা সহায়তা হিসেবে পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী হায়েজুতে ওষুধ পাঠিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তবে আক্রান্ত রোগীর সংখ্যা বা রোগটির ধরন নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে অন্ত্র সম্পর্কীয় রোগ হিসেবে পরিচিত এন্টেরিক।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, জীবাণু থেকে একিউট এন্টেরিক রোগ ছড়ায়। দূষিত খাবার ও পানি, আক্রান্ত রোগীর সরাসরি সংস্পর্শে এলে অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আক্রান্ত প্রাণী কিংবা এর পরিবেশের সংস্পর্শে এলে জীবাণুর মাধ্যমে রোগটি ছড়াতে পারে।
শুরুর দিকেই এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন কিম। রোগটি ছড়িয়ে পড়া সম্পূর্ণভাবে দমিয়ে রাখতে সন্দেহভাজন আক্রান্ত ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিতে নির্ভুল পদক্ষেপ নিতে বলেছেন তিনি।