ওমিক্রনের ভয়াবহ আরেক উপ-ধরন শনাক্ত
নতুন ধরন এলে তা টিকা না নেওয়া দেশগুলোতে মারাত্মক হারে সংক্রমণ ছড়াতে পারে
করোনাভাইরাসের ওমিক্রন ধরনের আরেকটি উপ-ধরন শনাক্ত হয়েছে, যেটিকে আরও বেশি সংক্রামক মনে করা হচ্ছে।
এই উপ-ধরনটি রাশিয়াতে সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে জানিয়েছে দেশটির জাতীয় ভোক্তা স্বাস্থ্য পর্যবেক্ষণ সংস্থা রোস্পোট্রেবনাদজোর। খবর এনডিটিভির।
সংস্থাটির কেন্দ্রীয় এপিওডেমিওলজির জিনোম গবেষণার প্রধান কামিল খাফিজভ সাংবাদিকদের বলেন, দুটি জাতীয় ল্যাবের পরীক্ষায় বিএ.৪ উপ-ধরন শনাক্ত হয়েছে। মে মাসে পরীক্ষার ফলাফলে দেখা গেছে, রাশিয়ায় সাম্প্রতিক সময়ে রাশিয়ায় সংক্রমণের ৯৫ শতাংশই এই উপ-ধরনে আক্রান্ত।
তিনি বলেন, ওমিক্রনের বিএ.৪ এবং বিএ.৫ উপ-ধরনের মধ্যে রূপান্তর ঘটছে। এর ফলে নতুন ধরন এলে তা টিকা না নেওয়া দেশগুলোতে মারাত্মক হারে সংক্রমণ ছড়াতে পারে বলে সতর্ক করেন কামিল খাফিজভ। এর আগে বিএ.২ ধরন গোটা বিশ্বে সংক্রমণের প্রাধান্য বিস্তার করেছিল।