সরকারি হাসপাতাল থেকে ছেলের লাশ ছাড়াতে ভিক্ষা করছেন মা-বাবা

অনলাইন ডেস্ক
2022-06-10 12:41:06
সরকারি হাসপাতাল থেকে ছেলের লাশ ছাড়াতে ভিক্ষা করছেন মা-বাবা

ছেলের লাশ হস্তান্তরে মা-বাবার কাছে ৫০ হাজার রুপি দাবি করেন হাসপাতালের এক কর্মী

সরকারি হাসপাতাল থেকে ছেলের লাশ ছাড়িয়ে নিতে অর্থের জন্য শহরের অলিগলি ঘুরে ভিক্ষা করছেন মা-বাবা। ভারতের বিহার রাজ্যের সমষ্টিপুরে হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে।

অসহায় বয়স্ক এই দম্পতির ভিক্ষা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির।

অভিযোগ উঠেছে, ছেলের লাশ হস্তান্তরে মা-বাবার কাছে ৫০ হাজার রুপি দাবি করেন হাসপাতালের এক কর্মী। কিন্তু এই দম্পতির কোনো অর্থকড়ি না থাকায় তারা শহরে ঘুরে ঘুরে ভিক্ষা শুরু করেন।

ছেলের খোঁজ পাচ্ছিলেন না জানিয়ে বাবা মহেশ ঠাকুর এএনআইকে বলেন, কয়েক দিন আগে আমার ছেলে নিখোঁজ হয়। পরে ফোন করে জানানো হয়, আমার ছেলের লাশ সমষ্টিপুর সদর হাসপাতালে রয়েছে। ছেলের লাশ দিতে হাসপাতালের এক কর্মী ৫০ হাজার রুপি দাবি করেন। আমরা গরিব মানুষ। আমরা কীভাবে এত টাকা দেব?’

জানা গেছে, ওই হাসপাতালের অধিকাংশ কর্মীই চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করছেন। তারা প্রায়ই ঠিক সময়ে বেতন পান না। রোগীর স্বজনদের কাছ থেকে হাসপাতাল কর্মীদের অর্থ নেওয়ার আরও অনেক ঘটনা আছে।

সর্বশেষ এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সমষ্টিপুর সিভিল সার্জন এস কে চৌধুরী বলেন, দায়ী ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। এমন ঘটনা মানবতার জন্য লজ্জার।


আরও দেখুন: