আল-জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনা

অনলাইন ডেস্ক
2022-05-11 16:43:30
আল-জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনা

জেনিন শহরে ইসরায়েলি সেনাদের অভিযানের সংবাদ সংগ্রহের সময় শিরিনকে মাথায় গুলি করা হয়

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রখ্যাত সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও আল-জাজিরার অন্যান্য সাংবাদিকের বরাত দিয়ে বুধবার (১১ মে) এ খবর জানিয়েছে আল-জাজিরা।

আল-জাজিরার কয়েক সাংবাদিক ও ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সকালে ইসরায়েলি সেনারা জেনিন শহরে অভিযান চালান। সংবাদ সংগ্রহের জন্য সেখানে ছিলেন শিরিন আবু আকলেহ। ওই সময় একটি গুলি সরাসরি তার মাথায় লাগে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

আল-জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম বলেন, ‘কোন পরিস্থিতিতে মৃত্যু হলো, সেটা স্পষ্ট না হলেও ভিডিও ফুটেজে দেখা যায়, শিরিন আবু আকলেহর মাথায় গুলি করা হয়েছিল।’

ফিলিস্তিনের রামাল্লা শহর থেকে নিদা ইব্রাহিম বলেন, ‘এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শিরিন আবু আকলেহর মৃত্যুর কথা নিশ্চিত করেছে। শিরিন আকলেহ জেনিনে ঘটনাস্থলে ছিলেন। বিশেষ করে পশ্চিম তীরের উত্তরের এই শহরে ইসরায়েলি সেনারা যখন অভিযান চালান, তখন সেখানেই ছিলেন তিনি। ওই সময়ই সরাসরি তার মাথায় গুলি করা হয়। আপনি হয়তো ধারণা করতে পারবেন, তার সঙ্গে যে সাংবাদিকেরা কাজ করছিলেন, তাদের জন্য এটা প্রচণ্ড ধাক্কা।’

কাঁদতে কাঁদতে তিনি আরও বলেন, ‘শিরিন আবু আকলেহ খুব সম্মানীয় একজন সাংবাদিক ছিলেন। ২০০০ সালে ফিলিস্তিনিরা যখন দ্বিতীয় ইন্তিফাদা শুরু করে, তখন থেকে আল-জাজিরার হয়ে কাজ করেন তিনি।’

শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যার সময় আরও এক ফিলিস্তিনি সাংবাদিককে গুলি করেছে ইসরায়েলি সেনারা। দায়িত্বপালনের সময় পেছন থেকে তাকে গুলি করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল-জাজিরা বলছে, আহত সাংবাদিকের নাম আলি সামৌদি। তিনি জেরুজালেমভিত্তিক সংবাদপত্র কুদসে কাজ করেন। অবশ্য তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

তবে আল-জাজিরার সাংবাদিক নিহত হওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সেনাবাহিনী।


আরও দেখুন: