ভারতে সংক্রমণ বেড়ে দ্বিগুণ, কেরালায় বাড়ছে মৃত্যু

অনলাইন ডেস্ক
2022-04-19 15:37:12
ভারতে সংক্রমণ বেড়ে দ্বিগুণ, কেরালায় বাড়ছে মৃত্যু

সোমবার এক দিনে মারা গেছেন ২১৪ জন, যা মধ্যে কেরালা রাজ্যেরই রয়েছে ১৫১ জন

ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এক মাসের মধ্যে মঙ্গলবার (১৯ এপ্রিল) ২ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। দক্ষিণের রাজ্য কেরালায় মৃত্যু বাড়ছে লাফিয়ে।

আল-জাজিরা বলছে, কিছুদিন ধরে কমতে কমতে ভারতে দৈনিক সংক্রমণ এক হাজারের নিচে চলে এসেছিল, তখনই মাথাচাড়া দিয়েছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা। সোমবার ভারতে সংক্রমণের সংখ্যা দাঁড়ায় ২ হাজার ১৮৩, যা আগের দিনের তুলনায় ৯০ শতাংশ বেশি। সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃত্যু সংখ্যাও। এক দিনে মারা গেছেন ২১৪ জন, যা মধ্যে কেরালা রাজ্যেরই রয়েছে ১৫১ জন। উদ্বেগ ছড়াচ্ছে দিল্লিকে নিয়ে। রাজধানী রাজ্যে একদিনে সংক্রমিত হয়েছেন ৫১৭ জন। ভারতে মোট শনাক্ত দাড়িয়েছে ৪৩ কোটি ৪৫ হাজার ৫২৭ জন। এ পর্যন্ত মারা গেছে ৫ লাখ ২১ হাজার ৯৬৬ জন।

সংক্রমণ সেই সময় বাড়তে শুরু করল, যখন দেশের প্রায় সব রাজ্যে কভিড–সংক্রান্ত নিয়মবিধি শিথিল করে দেওয়া হয়েছে এবং সব ধরনের কাজকর্ম স্বাভাবিক হয়ে গেছে। স্কুল-কলেজ সব খুলে গেছে। অফিসে অফিসে শুরু হয়েছে স্বাভাবিক হাজিরা। বাড়ি থেকে কাজ করার অভ্যাস বন্ধ হয়ে গেছে। ব্যবসা-বাণিজ্যও গতি পেয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সরকার পরিস্থিতির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। দিল্লি সরকার প্রাথমিক পর্যায়ে মাস্ক পরা ফের বাধ্যতামূলক করতে যাচ্ছে। প্রকাশ্যে ধরা পড়লে জরিমানা ফের চালু হতে পারে। তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সংক্রমণের ধাঁচ কী রকম, গতি–প্রকৃতি কেমন, তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভারতের দিল্লিতে সংক্রমণ বাড়ায় উত্তর প্রদেশ সরকার সাবধানী হয়েছে। রাজ্য সরকার রাজধানী লক্ষ্ণৌ ছাড়াও দিল্লির কাছাকাছি জেলাগুলোতে নতুন করে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। নতুন আদেশে বলা হয়েছে, প্রকাশ্যে বেরোতে হলে সবাইকে মাস্ক পরতেই হবে। এই জেলাগুলো হলো গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, হাপুর, মীরাট, বুলন্দশহর ও বাগপত। দিল্লির লাগোয়া গৌতম বুদ্ধ নগরে (নয়ডা) গত ২৪ ঘণ্টায় ৬৫ জন নতুনভাবে সংক্রমিত হয়েছেন। গাজিয়াবাদে ২০ জন। লক্ষ্ণৌয়ে ১০ জন।


আরও দেখুন: