এক বছর পর করোনায় মৃত্যু দেখল চীন
গত বছর ২৬ জানুয়ারির পর করোনায় মৃত্যু হলো চীনে
চীনে এক বছরের বেশি সময় পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ মার্চ) দেশটির ন্যাশনাল হেলথ কমিশন এ কথা জানিয়েছে।
মৃত দুজনই উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনের বাসিন্দা। করোনা প্রাদুর্ভাবের পর বর্তমানে সবচেয়ে বেশি সংক্রমণ দেখছে দেশটি। খবর এএফপির।
গত বছর ২৬ জানুয়ারির পর করোনায় মৃত্যু হলো চীনে। এ নিয়ে দেশটিতে মোট মৃত দাঁড়াল ৪ হাজার ৬৩৮ জনে।
শনিবার নতুন করে ৪ হাজার ৫১ জন সংক্রমিত হওয়ার কথা জানিয়েছে কমিশন। আগের দিন এ সংখ্যা ছিল ৪ হাজার ৩৬৫।
২০১৯ সালের শেষ দিকে চীনে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। তবে সীমান্ত নিয়ন্ত্রণ, দীর্ঘ কোয়ারেন্টাইন ও নির্দিষ্ট এলাকা লকাডাউনের মতো সমন্বিত পদক্ষেপের মাধ্যমে দেশটি সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়।
তবে অতি সংক্রামক ওমিক্রন ধরন চীনের এ কৌশলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তি শহর শেনঝেনসহ কিছু শহরে লকডাউন দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। শেনঝেন শহরের বাসিন্দার সংখ্যা প্রায় ১ কোটি ৭৫ লাখ।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, জিরো কভিড নীতিতে তার দেশ আরও কঠোর হবে। চীনের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
সর্বশেষ সংক্রমণ পরিস্থিতি ঠেকাতে দেশটির কোটি কোটি মানুষ বাসায় অবস্থান করার নির্দেশনার আওতায় রয়েছে। কয়েকটি শহরে করোনা ছড়িয়ে পড়ায় হাসপাতালের শয্যা খালি করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বর্তমান সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যব্যবস্থা চাপে পড়তে পারে- এমন আশঙ্কা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গণপরীক্ষাকেন্দ্রগুলোর সামনে লোকজনকে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা গেছে।