চীনে নতুন ৫ হাজার রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক
2022-03-15 14:55:59
চীনে নতুন ৫ হাজার রোগী শনাক্ত

চীনের প্রায় ১৯টি প্রদেশে নতুন করে ওমিক্রন এবং ডেল্টা ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে

করোনা সংক্রমণ ঠেকাতে চীন ‘জিরো টলারেন্স’ নীতি নিলেও দেশটিতে লাফিয়ে বাড়ছে আক্রান্ত। সোমবার (১৪ মার্চ) চীনে এক দিনে ৫ হাজার ২৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। খবর এএফপির।

দেশজুড়ে ফের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাংহাইতে বেশ কয়েকটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রযুক্তি শহর শেনজেন ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।

চীনের প্রায় ১৯টি প্রদেশে নতুন করে ওমিক্রন এবং ডেল্টা ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আংশিকভাবে লকডাউন করা হয়েছে জিলিন শহর। আশপাশের কয়েকশ এলাকা সিল করে দেওয়া হয়েছে।

গত সপ্তাহে চীনের রাজধানী পেইচিং, প্রধান অর্থনৈতিক কেন্দ্র সাংহাইসহ গুয়াংডং, জিয়াংশু, শ্যানডং এবং ঝেজিয়াংয়ের মতো জনবহুল শহরগুলোতে সংক্রমণে বেড়েছে বলে জানিয়েছেন এনএইচসির কর্মকর্তারা।

অবশ্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় চীনে দৈনিক সংক্রমণ এখনো অনেক কম। দক্ষিণাঞ্চলীয় শেনজেনের প্রশাসন জনগণকে ‘হোম অফিস’ করার নির্দেশনা দিয়েছে।


আরও দেখুন: