কোন মাস্কে কতটুকু সুরক্ষা?

অনলাইন ডেস্ক
2022-02-05 12:53:40
কোন মাস্কে কতটুকু সুরক্ষা?

অভ্যন্তরীণ (ইনডোর) জনসমাগমে মাস্ক পরিধান করলে কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষা মিলে।

করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষায় এখন পর্যন্ত মাস্ক পরিধানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। করোনার সব ভ্যারিয়েন্ট প্রতিরোধেই মাস্ক কার্যকর।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এমএমডব্লিউআর গবেষণায় কোন মাস্কের কেমন কার্যকরিতা তা উঠে এসেছে।

এই গবেষণায় দেখা গেছে, অভ্যন্তরীণ (ইনডোর) জনসমাগমে মাস্ক পরিধান করলে কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষা মিলে। গবেষণায় অংশ নেন ৫৩৪ জন।

অভ্যন্তরীণ (ইনডোর) জনসমাগমে যারা মাস্ক পরিধান করেন না, তাদের চেয়ে যারা মাস্ক পরিধান করেন তাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। এ ধরনের জনসমাগমে মাস্ক পরলে পরিহিত ব্যক্তি এবং অন্যরা সবাই সংক্রমণ থেকে সুরক্ষা পায়।

আর মাস্কের মধ্যে সবচেয়ে বেশি সুরক্ষা মিলে ‘এন৯৫/কেএন৯৫’ মাস্কে। এটি ৮৩ শতাংশ পর্যন্ত সংক্রমণের ঝুঁকি কমায়।

এছাড়া সার্জিক্যাল মাস্কে ৬৬ শতাংশ আর কাপড়ের মাস্কে ৫৬ শতাংশ সংক্রমণের ঝুঁকি কমে বলে গবেষণায় দাবি করা হয়।


আরও দেখুন: