ফাইজারের করোনা পিল অনুমোদন দিল ইইউ

অনলাইন ডেস্ক
2022-01-28 11:20:52
ফাইজারের করোনা পিল অনুমোদন দিল ইইউ

প্যাক্সলোভিড বড়ি করোনায় আক্রান্ত হওয়ার পর মারাত্মক শারীরিক জটিলতার ঝুঁকি কমায়

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে করোনা চিকিৎসায় প্রথমবারের মতো যোগ হতে যাচ্ছে মুখে খাওয়া বড়ি। 

যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজারের করোনা বড়ি প্যাক্সলোভিডের অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে এ অনুমোদন দেওয়া হয়। খবর এএফপির।

প্যাক্সলোভিড বড়ি করোনায় আক্রান্ত হওয়ার পর মারাত্মক শারীরিক জটিলতার ঝুঁকি কমায়। ফলে এই চিকিৎসা নেওয়া রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার বেশ কম। এমনকি করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের রুখতেও বেশ কার্যকর ফাইজারের করোনা বড়ি।

ইইউ’র স্বাস্থ্যবিষয়ক কমিশনার স্টেলা কিরিয়াকিডেস বলেন, করোনার মারাত্মক শারীরিক জটিলতার ঝুঁকিতে থাকা রোগীদের জন্য প্যাক্সলোভিড বড় বদল আনতে পারে। ওমিক্রন ও অন্য ধরনগুলোর বিরুদ্ধে ওষুধটির কার্যকারিতার বড় প্রমাণ দেখা গেছে।

বাসা থেকেই ফাইজারের বড়ির মাধ্যমে করোনার চিকিৎসা চালানো যাবে বলে জানিয়েছে ইএমএ।

এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা, ইসরায়েলসহ কয়েকটি দেশ ফাইজারের এ বডি ব্যবহারে সবুজ সংকেত দিয়েছে।


আরও দেখুন: