দরিদ্র দেশের চেয়ে ধনীদের টিকাদান ৭ গুণ বেশি: গুতেরেস
অ্যান্থনিও গুতেরেস
জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেছেন, টিকাদানে আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম, তার ধারেকাছেও যেতে পারেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনার টিকা বিষয়ক একটি পরিকল্পনার তথ্য তুলে ধরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে একথা বলেন তিনি।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘২০২১ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার ৪০ এবং ২০২২ সালের অর্ধেক সময়ে ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আমরা এ লক্ষ্য পূরণের ধারে-কাছেও নেই।’
তিনি বলেন, ‘লজ্জাজনকভাবে আফ্রিকার দেশগুলোর তুলনায় ধনী দেশগুলোতে টিকাদানের হার সাত গুণ বেশি। টিকা সমতা ছাড়া মহামারী নিয়ন্ত্রণে আসা সম্ভব হবে না।’ ভার্চুয়ালি যুক্ত হয়ে গুতেরেস বলেন, ‘গত দুই বছর খুব সাধারণ মনে হলেও ভয়াবহ সত্য আমাদের সামনে এসেছে। যদি একজনকেও পেছনে রাখি, তবে আমরা সবাই পেছনে পড়ে যাব।’ করোনাকে পরাজিত করে চলমান মহামারীর অবসান নিশ্চিতে বিশ্বের সবাইকে টিকা দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।