দশ লাখের বেশি করোনা শনাক্তের বিশ্বরেকর্ড যুক্তরাষ্ট্রে
দশ লাখের বেশি করোনা শনাক্তের বিশ্বরেকর্ড যুক্তরাষ্ট্রে
বিশ্বে করোনা শনাক্তের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে ইউএসএ টুডের খবরে বলা হয়, কেবল সোমবারই ১০ লাখের বেশি মানুষের করোনা সংক্রমিত হয়েছে।
আর ব্লুমবার্গ লিখেছে, দুই বছর আগে বিশ্বে করোনা মহামারী শুরুর পর কোনো দেশে আর কখনও এক দিনে এর অর্ধেক রোগীও শনাক্ত হয়নি।
সোমবার শনাক্ত রোগীর এই সংখ্যা, এর আগের রেকর্ডের প্রায় দ্বিগুণ। চার দিন আগে ৫ লাখ ৯০ হাজার রোগী শনাক্তের সেই রেকর্ড যুক্তরাষ্ট্রেই হয়েছিল।
এর আগে ভারতীয় ডেল্টা ধরনের দাপটের সময় এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ যে পর্যায়ে পৌঁছেছিল, সেটাও এর অর্ধেকের কম।
ডেল্টার বিস্তারের মধ্যে গতবছর ৭ মে ভারতে এক দিনে ৪ লাখ ১৪ হাজার রোগী শনাক্ত হয়েছিল। যুক্তরাষ্ট্রের বাইরে এটাই এখন পর্যন্ত এক দিনের সর্বোচ্চ।
ইউএসএ টুডে লিখেছে, নববর্ষ আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে জমে থাকা কিছু নমুনার তথ্যও সোমবারের হিসাবের সঙ্গে যোগ হয়েছে, যা এই উল্লম্ফনে কিছুটা ভূমিকা রেখেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতি একশ নাগরিকের একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল সোমবারই রোগী বেড়েছে ১০ লাখ ৪২ হাজার।