দিল্লিতে শনাক্ত বেড়ে ৫০ শতাংশ, বন্ধ স্কুল

অনলাইন ডেস্ক
2022-01-02 14:59:51
দিল্লিতে শনাক্ত বেড়ে ৫০ শতাংশ, বন্ধ স্কুল

কেবল দিল্লিতেই ২ হাজার ৭১৬ নতুন রোগী শনাক্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫০ শতাংশ বেশি

করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটের মধ্যে ভারতে দ্রুত বাড়ছে সংক্রমণ। শনিবার (১ জানুয়ারি) এক দিনে দেশটিতে শনাক্ত হয়েছে ২৭ হাজার ৫৫৩ রোগী।

রবিবার (২ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে ভারতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ৪৮ লাখে। আগের দিন আরও ২৮৪ জনের মৃত্যুতে এ পর্যন্ত মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮১ হাজার ৭৭০ জনে।

এনডিটিভি বলছে, নয়াদিল্লি, মুম্বাই, কলকাতার মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে মহামারী পরিস্থিতির অবনতি হচ্ছে দ্রুত।

গত নভেম্বরে ভারতে ওমিক্রনের প্রথম সংক্রমণ ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত এ ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫২৫ জনে পৌঁছেছে। এর মধ্যে ৫৬০ জনই মহারাষ্ট্র আর দিল্লির বাসিন্দা।

ভারতের ২৩টি রাজ্যে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে। দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৫৫ শতাংশে।

শনিবার কেবল দিল্লিতেই ২ হাজার ৭১৬ নতুন রোগী শনাক্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫০ শতাংশ বেশি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার সেখানে ৩ দশমিক ৬৪ শতাংশ। আর মহারাষ্ট্রে শনাক্ত হয়েছে ৯ হাজার ১৭০ জন।

ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের চেষ্টায় দিল্লির পাশের শহর হরিয়ানায় সিনেমা হল আর গুরগাঁওয়ের ক্রীড়া কমপ্লেক্সগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ১২ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে স্কুলে।


আরও দেখুন: