মুখের ওপেন পোরস তথা ছিদ্র থেকে মুক্তির উপায়

অধ্যাপক ডা. জিনাত মেরাজ
2021-12-31 21:43:29
মুখের ওপেন পোরস তথা ছিদ্র থেকে মুক্তির উপায়

যেসব কারণে ত্বকে পোরস হয়, সেগুলো থেকে দূরে থাকতে হবে।

আমাদের ত্বকের ওপরের অংশে ছোটো ছোটো কিছু ছিদ্র থাকে। ইংরেজিতে এগুলোকে ‘পোরস’ বলা হয়। সাধারণভাবে এগুলো চোখে পড়ার কথা নয়। কিন্তু যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত এবং প্রচুর সিবাম উৎপন্ন হয়, তাদের পোরস বাইরে থেকে দেখা যায়।

প্রতিটি চুলের গোড়ায় ছোট ছোট ছিদ্র থাকে যা সাধারণত চোখে পড়ে না। পোরসগুলো অনেক সময় ফুলে যায় বা যখন ওপেন পোরস হয়। আপনি যদি মুখে স্টিম (বাষ্প) নেন বা রান্না করার সময় যদি মুখে স্টিম লাগে, তখন মুখের পোরসগুলো বড় হয়ে যায়। 

অনেকে সেলুনে বা পার্লারে ফেসিয়াল করার সময় ব্ল্যাকহেডস তুলতে স্টিম ব্যবহার করেন। স্টিম দিলে ব্ল্যাকহেডস বের হয়ে আসে। এর ফলে আশেপাশের পোরসগুলো খুলে যায়।

যেসব কারণে ত্বকে পোরস হয়, সেগুলো থেকে দূরে থাকতে হবে। পোরস চিকিৎসায় স্যালিসিলিক অ্যাসিড পিল ব্যবহার করা যেতে পারে। মাইক্রোনিডলিং রেডিওফ্রিকোয়েন্সি পদ্ধতিও ব্যবহার করা যেতে পারে।


আরও দেখুন: