যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক
2021-12-24 11:35:20
যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণ লাখ ছাড়াল

জুলাইয়ের মাঝামাঝি গড় সংক্রমণ ৫০ হাজার ছাড়িয়ে যায়

যুক্তরাজ্যে করোনার দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজারের বেশি মানুষ। খবর এএফপির।

এক দিন আগে যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণ ১ লাখ ছাড়িয়ে যায়। গত বুধবার (২২ ডিসেম্বর) দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৬ হাজারের বেশি মানুষ।

করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে যুক্তরাজ্যে। এর আগে চলতি বছরের শুরুর দিকে দেশটিতে অতীতের যেকোনো সময়ের তুলনায় করোনার সংক্রমণ সবচেয়ে বেশি শনাক্ত হয়।

করোনার সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়াল্ডোমিটারসের তথ্য অনুসারে, সেই সময় দৈনিক সংক্রমণ ছিল ৬০ হাজারের বেশি। এরপর সংক্রমণ কমে আসতে শুরু করে। গত মে মাসে করোনার গড় সংক্রমণ দুই হাজারে নেমে আসে।

এরপর আবারো সংক্রমণ বাড়তে শুরু করে। জুলাইয়ের মাঝামাঝি গড় সংক্রমণ ৫০ হাজার ছাড়িয়ে যায়। তবে ডিসেম্বরের শুরুর দিকে সংক্রমণ আবার ৫০ হাজার ছাড়িয়ে যায়। সেই সংক্রমণ দুদিন ধরে এক লাখের ওপরে রয়েছে।

ইউরোপে যেসব দেশ করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে অন্যতম যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন।


আরও দেখুন: