ওমিক্রন ঠেকাচ্ছে মডার্নার বুস্টার, দাবি কোম্পানির

অনলাইন ডেস্ক
2021-12-21 21:10:48
ওমিক্রন ঠেকাচ্ছে মডার্নার বুস্টার, দাবি কোম্পানির

ডেল্টাসহ করোনাভাইরাসের অন্য ভ্যারিয়েন্টগুলো রুখতে মডার্নার দুই ডোজ টিকা যতটা সফল হয়েছে, ওমিক্রনের ক্ষেত্রে সেই সাফল্যের হার অনেকটাই কম।

মডার্নার করোনা টিকার বুস্টার ডোজ নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রুখতে সফল হচ্ছে বলে দাবি করেছে কোম্পানিটি।

মডার্নার প্রেসিডেন্ট স্টিফেন হোগ স্থানীয় সময় সোমবার এমন দাবি করেছেন বলে জানিয়েছে আনন্দবাজার।

তিনি বলেন, দুই ডোজের মডার্নার টিকাও ওমিক্রনের সংক্রমণ কিছুটা রুখতে পারছে। তবে তা পুরোপুরি সফল হচ্ছে না। ডেল্টাসহ করোনাভাইরাসের অন্য ভ্যারিয়েন্টগুলো রুখতে মডার্নার দুই ডোজ টিকা যতটা সফল হয়েছে, ওমিক্রনের ক্ষেত্রে সেই সাফল্যের হার অনেকটাই কম।

তবে দুই ডোজের পরে বুস্টার টিকা দেওয়ার পর দেখা যাচ্ছে ওমিক্রনের সংক্রমণ অনেকটাই রোখা সম্ভব হচ্ছে বলে জানান তিনি।

মার্কিন কোম্পানিটির দাবি, দুই ডোজের টিকায় কাউকে ১০০ মাইক্রোগ্রাম করে দেওয়ার পর তাকে আরও ১০০ মাইক্রোগ্রামের বুস্টার টিকা দিলে ওমিক্রনের সংক্রমণ তিনি রুখে দিতে পারছেন। অথবা সংক্রমিত হলেও তা খুব মৃদু হচ্ছে।

অবশ্য বর্তমানে মডার্নার ৫০ মাইক্রোগ্রামের বুস্টার টিকাই বাজারে চালু রয়েছে।

এদিকে মানুষের হাতে বর্তমানে করোনার যে টিকাগুলো আছে, ওমিক্রনের বিরুদ্ধে তাদের কার্যকারিতা নিয়ে আশাবাদী হওয়ার মতো ফল পাওয়া যায়নি নতুন এক গবেষণায়।

বলা হচ্ছে, এই টিকাগুলোর অধিকাংশই করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে তেমন কাজে আসবে না।

অবশ্য সংক্রমণ ঠেকাতে না পারলেও ওমিক্রন আক্রান্তদের গুরুতর অসুস্থতা থেকে সুরক্ষা দিতে এখনকার টিকাগুলো উল্লেখযোগ্য মাত্রায় কার্যকর বলে দেখা গেছে গবেষণায়।


আরও দেখুন: