ওমিক্রন বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি

অনলাইন ডেস্ক
2021-12-17 13:03:33
ওমিক্রন বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি

ওমিক্রন উত্থানের অর্থ হলো দেশগুলোর জন্য ঘনিষ্ঠভাবে সহযোগিতা করা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ

করোনার নতুন ধরন ওমিক্রনকে বর্তমানে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছে জি-৭। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সাতটি উন্নত অর্থনীতির দেশের জোট জি-৭-এর পক্ষ থেকে এ মন্তব্য করা হয় বলে জানিয়েছে এএফপি।

জোটটি বলেছে, ওমিক্রন উত্থানের অর্থ হলো দেশগুলোর জন্য ঘনিষ্ঠভাবে সহযোগিতা করা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

জি-৭-এর বর্তমান সভাপতি যুক্তরাজ্য। এক বিবৃতিতে যুক্তরাজ্য বলেছে, করোনার সংক্রমণ বৃদ্ধিতে জি-৭ গভীরভাবে উদ্বিগ্ন। জি-৭ জোটের মন্ত্রীরা এ বিষয়ে একমত হয়েছেন যে নতুন এ পরিস্থিতিকে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, এখন দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠভাবে সহযোগিতা ও মনিটরিং করা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি দরকার তথ্য ভাগাভাগি করা।

আগে যুক্তরাজ্যের আয়োজনে জি-৭-জোটের স্বাস্থ্যমন্ত্রীরা একটি বৈঠক করেন। তারা এ বৈঠকে বিশ্বব্যাপী করোনার বিস্তারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ডায়াগনস্টিক, জিনোম সিকোয়েন্সিং, টিকা ও থেরাপির প্রবেশগম্যতার ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্বে করোনার ওমিক্রনের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক দিনে যুক্তরাজ্যে রেকর্ড ৮৮ হাজার ৩৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, করোনার ওমিক্রন ধরন খুবই উচ্চ বৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে। প্রাথমিক তথ্যপ্রমাণ ইঙ্গিত দিচ্ছে, করোনার ওমিক্রন ধরনটি সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা হ্রাস করে। ওমিক্রন ইতিমধ্যে বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।


আরও দেখুন: