৩১ দেশে ছড়িয়েছে ওমিক্রন

অনলাইন ডেস্ক
2021-12-03 16:40:42
৩১ দেশে ছড়িয়েছে ওমিক্রন

ওমিক্রন ছড়িয়েছে ফিনল্যান্ডে

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়েছে ফিনল্যান্ডে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গতকাল বৃহস্পতিবার করোনার নতুন এই ধরন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৩১টি দেশে অমিক্রন ধরনটি শনাক্ত হয়েছে।

এর আগে ইউরোপের বিভিন্ন দেশে যারা অমিক্রনে আক্রান্ত হয়েছিলেন, তাদের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সেখানে গিয়েছিলেন। এবার ফিনল্যান্ডে যার সংক্রমণ শনাক্ত হয়েছে, তিনি সুইডেন থেকে সেখানে গিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, যারা একই সঙ্গে সুইডেন থেকে ফিনল্যান্ডে এসে করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের নমুনাও পরীক্ষা করা হচ্ছে।

ইউরোপের বাইরে যে দেশগুলোয় এই ধরন ছড়িয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, বতসোয়ানা, ঘানা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, হংকং, ইসরায়েল, জাপান, নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া।

 


আরও দেখুন: