করোনার চতুর্থ ঢেউয়ে বিধ্বস্ত জার্মানি, মৃত্যু ছাড়াল ১ লাখ

অনলাইন ডেস্ক
2021-11-25 19:58:19
করোনার চতুর্থ ঢেউয়ে বিধ্বস্ত জার্মানি, মৃত্যু ছাড়াল ১ লাখ

চতুর্থ ঢেউ আছড়ে পড়তে ইউরোপের সবচেয়ে জনবহুল দেশ জার্মানিতে সম্প্রতি করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ছে।

করোনাভাইরাসের (কোভিড-১৯) চতুর্থ ঢেউয়ে বিধ্বস্ত জার্মানিতে এখন পর্যন্ত এক লাখেরও বেশি লোক করোনায় মারা গেছেন।

বৃহস্পতিবার দেশটির জনস্বাস্থ্য সংস্থা এক ঘোষণায় এ কথা জানিয়েছে।

চতুর্থ ঢেউ আছড়ে পড়তে ইউরোপের সবচেয়ে জনবহুল দেশ জার্মানিতে সম্প্রতি করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭০ হাজারের বেশি করোনা সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ৩৫১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১৯ জনে।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে দেশটির হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রসমূহ রোগীতে ভরে গেছে।

কিছু হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় বিদেশে পাঠানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে জার্মানি গত সপ্তাহে করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে।

দেশটিতে করোনার চতুর্থ ঢেউয়ের জন্য অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় টিকা দেওয়ার নিম্নহারকে দায়ী করা হচ্ছে। জার্মানিতে প্রায় ৬৯ শতাংশ লোককে টিকার আওতায় নেওয়া হয়েছে।


আরও দেখুন: