বাইডেনের টিকা পরিকল্পনায় হোঁচট

অনলাইন ডেস্ক
2021-11-07 16:27:59
বাইডেনের টিকা পরিকল্পনায় হোঁচট

বাইডেনের টিকা পরিকল্পনায় হোঁচট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একটি টিকা পরিকল্পনা সাময়িকভাবে আটকে দিয়েছে দেশটির আপিল আদালত। পরিকল্পনায় ১০০ জনের বেশি কর্মী রয়েছে, এমন বেসরকারি প্রতিষ্ঠানে সবার জন্য টিকা বাধ্যতামূলক অথবা প্রতি সপ্তাহে নমুনা পরীক্ষার কথা বলা হয়েছিল।

আগামী জানুয়ারি থেকে বাইডেনের এ পরিকল্পনা বাস্তবায়নের কথা ছিল বলে জানিয়েছে বিবিসি।

আদালত বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনের এমন পরিকল্পনা বা টিকা বাধ্যতামূলক করার পরিকল্পনা উদ্বেগজনক এবং সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। ফলে পরিকল্পনা স্থগিত করে সোমবারের (৮ নভেম্বর) মধ্যে এ বিষয়ে বাইডেন প্রশাসনকে জবাব দিতে বলেছে আদালত।

বাইডেন প্রশাসনের পরিকল্পনা আটকাতে আদালতে আবেদন করে রিপাবলিকানশাসিত টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, সাউথ ক্যারোলিনা ও উটাহ অঙ্গরাজ্য। বেশ কয়েকটি ধর্মীয় ও বেসরকারি প্রতিষ্ঠান একই ধরনের আবেদন করে।

আদালতের সিদ্ধান্তের পর লুইজিয়ানা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জেফ ল্যান্ড্রি টুইট করেছেন, ‘আদালতের এ সিদ্ধান্ত কর্মসংস্থান সৃষ্টিকারী ও তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় ধরনের বিজয়।’


আরও দেখুন: