অবশেষে ডব্লিউএইচওর অনুমোদন পেল ভারতের কোভ্যাক্সিন
অবশেষে ডব্লিউএইচওর অনুমোদন পেল ভারতের কোভ্যাক্সিন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেয়েছে ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা কোভ্যাক্সিন।
বুধবার বিশেষজ্ঞ কমিটির বৈঠকে জরুরি ব্যবহারের জন্য এ টিকার অনুমোদন দিয়েছে ডব্লিউএইচও। খবর এনডিটিভির।
এনডিটিভির খবরে বলা হয়েছে, কোভ্যাক্সিনের টিকা অনুমোদনের ফলে শিক্ষার্থীসহ এ টিকা নেওয়া ভারতীয়রা এবার বিভিন্ন দেশে প্রবেশের অনুমতি পেতে পারে। সম্প্রতি অস্ট্রেলিয়া ভারতের তৈরি প্রথম এই করোনা টিকাকে অনুমোদন দেয়।
এর আগে গত সপ্তাহের মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিটি টিকা ব্যবহারের ঝুঁকি এবং সাফল্য সংক্রান্ত নানা তথ্য এবং নথি পরীক্ষা করেন। কোভ্যাক্সিন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর বিশ্লেষণের পরে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেন তারা।
চলতি বছরের গত এপ্রিলে জরুরি ব্যবহারের জন্য আবেদন করেছিল ভারত বায়োটেক। জুলাইয়ে পাঠানো হয় টিকার সুরক্ষা, কার্যকারিতা, উৎপাদনস্থল পরীক্ষাসহ প্রয়োজনীয় তথ্যগুলো।