করোনায় পশ্চিমবঙ্গে ১৫০ চিকিৎসকের মৃত্যু

অনলাইন ডেস্ক
2021-11-03 14:03:40
করোনায় পশ্চিমবঙ্গে ১৫০ চিকিৎসকের মৃত্যু

করোনা থেকে সুস্থ হয়েই বাড়তি পরিশ্রম করতে নিষেধ করছেন চিকিৎসকরা

করোনায় ভারতের পশ্চিমবঙ্গে অন্তত দেড়শ চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামের সদস্য ডা. রাজীব পাণ্ডের বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদ প্রতিদিন।

করোনায় একের পর এক চিকিৎসকের মৃত্যু হচ্ছে। এ পর্যন্ত পশ্চিমবঙ্গে দেড়শর বেশি চিকিৎসককে ছিনিয়ে নিয়েছে করোনা। করোনা-পরবর্তী জটিলতায় মৃত্যু হয়েছে অনেক চিকিৎসকের।

সর্বশেষ করোনা-পরবর্তী জটিলতায় চলে গেলেন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবাশিস মিত্র। নারায়ণা সুপার হাসপাতালের প্রখ্যাত এ হৃদরোগ বিশেষজ্ঞের মৃত্যুতে শোকাহত চিকিৎসকরা। ৬৫ বছর বয়সী এই চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছিলেন মাস দেড়েক আগে। করোনা নেগেটিভও হয়েছিলেন। কিন্তু তারপরেই শুরু হয় সমস্যা। ফুসফুসে জটিলতা দেখা দেয় তার।

সাধারণ মানুষের সচেতনতার অভাবকে এখন ভয় পাচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন, করোনা থেকে সুস্থ হলেও নানা সমস্যা বোধ করছেন অনেকে। একটু জোরে হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছেন। ফলে করোনা থেকে সুস্থ হয়েই বাড়তি পরিশ্রম করতে নিষেধ করছেন চিকিৎসকরা। রাতে কমপক্ষে ৮ ঘণ্টা ঘুম, দিনেও কিছুটা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।


আরও দেখুন: