কানাডায় ৫-১১ বছর বয়সীদের টিকা দিতে চায় ফাইজার
৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ১০ মাইক্রোগ্রামের চেয়ে কম ডোজই যথাযথ
কানাডায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছে ফাইজার-বায়োএনটেক। সোমবার (১৮ অক্টোবর) দেশটির নিয়ন্ত্রক সংস্থা হেলথ কানাডার কাছে আবেদন করা হয়েছে বলে খবর দিয়েছে এএফপি।
হেলথ কানাডা এক বিবৃতিতে বলেছে, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদানের অনুমোদন চেয়ে করা একটি আবেদন পেয়েছে হেলথ কানাডা। এই প্রথম হেলথ কানাডার কাছে এমন আবেদন জমা পড়ল।
কানাডায় ইতিমধ্যে ১২ বছর ও তার বেশি বয়সী শিশুদের করোনার টিকা দেওয়ার অনুমতি পেয়েছে ফাইজার-বায়োএনটেক।
সম্প্রতি কানাডায় ৫ থেকে ১১ বছর বয়সী ২ হাজার ২৬৮ জন শিশুর ওপর ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার পরীক্ষা (ট্রায়াল) চালানো হয়। এ ক্ষেত্রে প্রতি ইনজেকশনে ডোজের পরিমাণ ছিল ১০ মাইক্রোগ্রামেরও কম। এটি পূর্ণাঙ্গ ডোজের পরিমাণের চেয়ে তিন গুণ কম।
ফাইজার-বায়োএনটেক বলছে, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ১০ মাইক্রোগ্রামের চেয়ে কম ডোজকে তারা যথাযথ মনে করছে।
পরীক্ষামূলক প্রয়োগের ফলাফলের ভিত্তিতেই কানাডায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দিতে চাইছে ফাইজার-বায়োএনটেক।
হেলথ কানাডা বলছে, ফাইজার-বায়োএনটেক টিকার যেসব তথ্য–উপাত্ত (ডেটা) জমা দিয়েছে, সেগুলো স্বতন্ত্র ও বৈজ্ঞানিক উপায়ে পর্যালোচনা করা হবে। পর্যালোচনায় যদি দেখা যায়, টিকা প্রয়োগের ফলে ঝুঁকির চেয়ে উপকারিতা বেশি, তাহলেই কেবল ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এ টিকা প্রদানের অনুমতি দেওয়া হবে।