করোনায় পাকিস্তান পরমাণু বোমার জনক ড. আবদুল কাদির খানের মৃত্যু

অনলাইন ডেস্ক
2021-10-10 15:00:39
করোনায় পাকিস্তান পরমাণু বোমার জনক ড. আবদুল কাদির খানের মৃত্যু

পাকিস্তান পরমাণু বোমার জনক ড. আবদুল কাদির খান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পাকিস্তানের পরমাণু বোমার জনক ড. আবদুল কাদির খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ডন ৮৫ বছর বয়সী এই পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি জানিয়েছে।

করোনা পজিটিভ হওয়ার পর গত ২৬ আগস্ট খান নিসার্চ ল্যাবোরেটরিজ হাসপাতালে ভর্তি হন আবদুল কাদির খান। পরে তাকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় প্রধানমন্ত্রী ইমরান খান কিংবা মন্ত্রিসভার কেউ তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেননি।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাক টুইটে লিখেছেন, এটি জাতির জন্য ‘বড় শূন্যতা’। জাতির প্রতি তার সেবার জন্য পাকিস্তান তাকে আজীবন স্মরণ করবে। প্রতিরক্ষা সামর্থ্য বাড়াতে তার অবদানের জন্য জাতি তার কাছে ঋণী।

আবদুল কাদির খান ১৯৩৬ সালে ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন। এরপর ১৯৪৭ সালে দেশ ভাগের সময় পরিবারের সঙ্গে পাকিস্তান চলে আসেন।


আরও দেখুন: